ম্যাজিক লণ্ঠন ডেস্ক
প্রকাশিত ০৭ মার্চ ২০২৪ ১২:০০ মিনিট
অন্যকে জানাতে পারেন:
চলচ্চিত্র নির্মাতা শিল্পী চক্রবর্তী আর নেই
ম্যাজিক লণ্ঠন ডেস্ক
চলচ্চিত্র নির্মাতা শিল্পী চক্রবর্তী মারা গেছেন (৭১)। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৭টা ৫০ মিনিটে 'উজান ভাটি' সিনেমার এই পরিচালক পুরাণ ঢাকার ন্যাশনাল হাসপাতালে মারা যান।
মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন নির্মাতার ভাগ্নে সংগীত পরিচালক ইমন সাহা।
শিল্পী চক্রবর্তী নির্মাণ করেছেন ‘বিনি সুতার মালা’, ‘উজান ভাটি’, ‘আমার আদালত’, ‘তোমার জন্য পাগল’, ‘সবার অজান্তে’, ‘চরমপত্র’, ‘মীমাংসা’র মতো অনেক সফল সিনেমা। তিনি প্রয়াত আজিজুর রহমানের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে সিবি জামানের সহকারী হিসেবেও কাজ করেন।
এ সম্পর্কিত আরও পড়ুন