গোপনীয়তা নীতি
সম্পাদকীয় যোগাযোগ
১৯৫৭ সালে তিনি ঢাকায় আসেন। ১৯৫৮ সালে ‘তোমার আমার’ সিনেমা দিয়ে অভিনয়ের সূচনা।১৯৬৪ সালের ১ মে তার অভিনীত ‘দুই দিগন্ত’ ছবি দিয়ে ঢাকার বিখ্যাত ‘বলাকা’ সিনেমা হলের উদ্বোধন হয়েছিল।অভিনয় জীবনের ৫১ বছরে প্রায় পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।
এরমধ্যে উল্লেখযোগ্য জহির রায়হান পরিচালিত ‘কাঁচের দেয়াল’ ও ‘জীবন থেকে নেয়া’, মহিউদ্দিন পরিচালিত ‘তোমার আমার’ ও ‘সূর্যস্নান’, কাজী জহির পরিচালিত ‘বন্ধন’, খান আতাউর রহমান পরিচালিত ‘নবাব সিরাজউদ্দৌলা’, এম এ হামিদ পরিচালিত ‘অপরাজেয়’, সুভাষ দত্ত পরিচালিত ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’, আলমগীর কবির পরিচালিত ‘ধীরে বহে মেঘনা’, আমজাদ হোসেনের ‘নয়নমণি’ ও ‘ভাত দে’ ইত্যাদি।